মোঃ মুরাদ প্রামাণিক
আত্রাই নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলার আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামে চলছে যোগাযোগ ব্যবস্থায় এক বড় পরিবর্তন। সিদ্ধেশ্বরী মোড় হতে সন্ন্যাসবাড়ি পর্যন্ত বান্দাইখাড়া কলেজ রোডের নির্মাণকাজ এখন দ্রুতগতিতে শেষের পথে।বছরের পর বছর গ্রামের মানুষ এই রাস্তার জন্য ভোগান্তি সহ্য করেছেন। বর্ষাকালে কাদা ও পানি জমে সড়কটি একেবারে চলাচল অযোগ্য হয়ে যেত। শিক্ষার্থীদের কলেজে যাতায়াত, কৃষকদের পণ্য পরিবহন, এমনকি জরুরি রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ত। সেই কষ্টের দিনগুলো শেষ হতে যাচ্ছে। রাস্তার কাজ তদারকি করা কর্তৃপক্ষ জানিয়েছে, সঠিক পরিকল্পনা অনুযায়ী মানসম্মত উপকরণ দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। যাতে এটি দীর্ঘস্থায়ী হয় এবং গ্রামের মানুষ দীর্ঘদিন সুবিধা ভোগ করতে পারেন। কাজের গতি বাড়াতে অতিরিক্ত শ্রমিক ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, এই কলেজ রোড চালু হলে এলাকার চেহারা বদলে যাবে। স্কুল-কলেজগামী শত শত শিক্ষার্থী প্রতিদিন স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে। কৃষকরা ধান, সবজি ও অন্যান্য ফসল বাজারে সহজে পৌঁছে দিতে পারবে। ব্যবসায়ীরাও দ্রুত মালামাল আনা-নেওয়া করতে পারবে। এলাকার তরুণরা জানিয়েছেন, এ রাস্তাটি বান্দাইখাড়া গ্রামের প্রাণ। এটি শুধু যোগাযোগের রাস্তা নয় – এটি গ্রামের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অর্থনীতির এক নতুন দিগন্ত খুলে দেবে। স্থানীয়দের প্রত্যাশা, অবশিষ্ট কাজও যেন দ্রুত শেষ হয় এবং মান বজায় রেখে একটি টেকসই রাস্তা হস্তান্তর করা হয়। তারা আশা প্রকাশ করেন, এ রাস্তার উন্নয়ন আত্রাই উপজেলার অন্যান্য গ্রামীণ রাস্তাগুলোর জন্যও উদাহরণ হয়ে থাকবে।